
পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে মেসার্স সোহেল ট্রেডার্স। “উর্মি তরু” এবং “এগ্রোসাল”-এর সহযোগিতায় সম্প্রতি ধনবাড়ী উপজেলার ধোপাখালী বাজারে বিনামূল্যে বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, দেশব্যাপী পরিবেশ সুরক্ষায় তাদের এই ধারাবাহিক প্রচেষ্টা। গত বছর তারা ৫০ হাজার চারা বিতরণ করেছিল, এবং এই বছর তাদের লক্ষ্য আরও বড়—৭০ হাজার চারা বিতরণ করা। এই চারাগুলোর মধ্যে রয়েছে ফলজ ও বনজ—যেমন, আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ও নিম।
এই কার্যক্রমের আওতায়, প্রতিটি ইউনিয়নের লাইসেন্সপ্রাপ্ত সার ও কীটনাশক ডিলারদের মাধ্যমে গ্রামের প্রান্তিক ও সফল কৃষকদের কাছে এসব চারা পৌঁছে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে ধোপাখালী ইউনিয়নের সব স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝেও বিনামূল্যে চারা বিতরণ করা হবে।
মেসার্স সোহেল ট্রেডার্স-এর এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় অবদান রাখছে, তেমনি কৃষকদের এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে সাহায্য করছে।