
জৈন্তাপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে এক সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সদ্য বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয় এবং একই সাথে অবসরপ্রাপ্ত ও নতুন যোগদানকারী শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। গত বুধবার (২০ আগস্ট) জৈন্তাপুর উপজেলার মা কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মোঃ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন মু. আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ বুরহান উদ্দিন। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলা যুবদলের সভাপতি বাহারুল আলম বাহার, সাবেক ইউপি চেয়ারম্যান এ বি এম জাকারিয়া, চাক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং শুকইনপুর ফরফরা সপ্রাবির প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল হাসান। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারাও এতে বক্তব্য রাখেন।
বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাই শিক্ষার মূল ভিত্তি। দেশের শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাথমিক শিক্ষকদের জীবনমানের উন্নয়ন অপরিহার্য। তারা সরকারের কাছে দাবি জানান, যাতে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আর রাস্তায় নামতে না হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত বিসিএস শিক্ষা ক্যাডারদের মধ্যে আলাউর রহমান বক্তব্য দেন। অনুষ্ঠানে সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে বিসিএস উত্তীর্ণ, অবসরপ্রাপ্ত এবং নবীন শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।