
কুয়েত সিটি: কুয়েতে মাদকবিরোধী অভিযানে এক নেপালি নারী তার বাড়িতে অবৈধ মদের কারখানা চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে আহমাদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ফাহাহিল এলাকার ওই বাড়িতে অভিযান চালায়। জানা গেছে, এই নারী তার বাড়িতেই মদ তৈরি ও বিক্রি করতেন।
একই ধরনের অভিযানে আবু হালিফা এলাকা থেকে বেশ কয়েকজন ভারতীয় প্রবাসীকে মদ বিতরণের সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় মদ জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।