
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ রক্ষায় সচেতনতা তৈরিতে জৈন্তাপুরে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ বছরের প্রতিপাদ্য “অভয়াশ্রম গড়ে তুলি-দেশী মাছে দেশভরি” স্লোগানকে সামনে রেখে সোমবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিন্ড অ্যাসিস্ট্যান্ট আব্দুল মালেক।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা।
বিশেষ অতিথির বক্তব্যে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের মৎস্য খামারি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার প্রধান উদ্দেশ্য ছিল মৎস্যসম্পদ উন্নয়নে সবার সহযোগিতা কামনা এবং স্থানীয় মৎস্যজীবীদের উৎসাহিত করা। সভা শেষে সফল মৎস্য খামারিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়, যা তাদের কঠোর পরিশ্রম ও অবদানের স্বীকৃতি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম সম্পন্ন হয়। এই উদ্যোগ মৎস্যসম্পদ রক্ষায় স্থানীয়দের মধ্যে আরও আগ্রহ তৈরি করবে বলে আশা করা যায়।