
সিলেটে সাম্প্রতিক সময়ে ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় সরকারি খাসজমি ও পাথর লুটের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। এই ঘটনায় অবশেষে প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। এর প্রথম ধাপ হিসেবে প্রত্যাহার করা হয়েছে সিলেটের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এক আদেশে এই প্রত্যাহারের বিষয়টি জানানো হয়েছে। তার জায়গায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম। তিনি এতদিন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন।
এই রদবদলের ফলে সাদাপাথর লুটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে, নতুন জেলা প্রশাসক হিসেবে সরওয়ার আলমের নিয়োগের ফলে এই দুর্নীতির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।