
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আমেরিকার টেক্সাসভিত্তিক আন্তর্জাতিক সামাজিক সংগঠন “সানাবিল ফাউন্ডেশন” কর্তৃক পরিচালিত তিন মাসব্যাপী বিনামূল্যের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ ও আলোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। জুড়ী উপজেলা চত্বরে অবস্থিত সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া স্যার)। জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সেলিম তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, হযরত শাহখাকী ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, এবং ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রফিক’স এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।
বক্তারা ডিজিটাল যুগে কম্পিউটার শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং ব্যক্তিগত দক্ষতা বাড়াতে সাহায্য করে। তারা সানাবিল ফাউন্ডেশনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা জহির উদ্দিন, প্রশিক্ষক মো. তুহিন আহমদ ও তাহমিনা আক্তার মিলি। প্রশিক্ষণার্থীরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও এই আয়োজনে অংশ নেন।