
সিলেটের জৈন্তাপুরে চারিকাটা প্রগতি মিশন গ্রুপের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গতকাল, ১২ আগস্ট, বাদ মাগরিব এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার রাজনৈতিক ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ। এছাড়া, সিলেট জেলা বিএনপির সহ-সাংস্কৃতিক সম্পাদক ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান এইচ খানও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চারিকাটা প্রগতি মিশন গ্রুপের সভাপতি এবং জৈন্তাপুর উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন বেলাল, জৈন্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন চেয়ারম্যান ইন্তাজ আলী, ৩ নং চারিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ জালাল উদ্দীন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন, উপজেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সদস্য হারিছ উদ্দিন, ৩নং চারিকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গুলজার আহমদ এবং ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হাজী আব্দুল করিম।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা জাসাসের সভাপতি এম আর মামুন এবং চারিকাটা প্রগতি মিশন গ্রুপের সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগত অতিথিরা চারিকাটা প্রগতি মিশন গ্রুপের বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও সক্রিয়ভাবে কাজ করার জন্য তাদের উৎসাহিত করেন। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।