
বানিয়াচং উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আলহাজ্ব জি কে গউছের কাছে এই কমিটি হস্তান্তর করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোস্তফা আল হাদি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক খালেদ মিয়া।
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখতে যাচ্ছে বলে নেতাকর্মীরা উৎফুল্ল। তারা জানান, সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কমিটি জমা দেওয়া হয়েছে। তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন, যারা দিন-রাত পরিশ্রম করে এই কমিটি উপহার দিয়েছেন, তারা এর সুফল পাবেন।
এই পদক্ষেপকে দলের অভ্যন্তরে একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে, যা নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে।