
গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সিলেটের সাংবাদিক সমাজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
অনলাইন সিলেট মিডিয়ার ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ দুপুরে সিলেট কোর্ট পয়েন্টে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিনের হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সাথে সারা দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যা প্রমাণ করে যে, সাংবাদিকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে দোষীদের বিচার না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এই প্রতিবাদ কর্মসূচিতে সিলেটের বিভিন্ন অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে তুহিন হত্যার বিচার চেয়ে স্লোগান দেন।