
আজ সন্ধ্যায় হবিগঞ্জের শাহজিবাজার গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ফলে জেলার কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন হাজার হাজার গ্রাহক।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে শাহজিবাজার গ্রিড উপকেন্দ্র থেকে হঠাৎ বিকট শব্দ শোনা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মারে ত্রুটির কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্তের পর আসল কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডের কারণে হবিগঞ্জ সদর, বাহুবল, মাধবপুর এবং নবীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন এলাকার পানির পাম্প, ইন্টারনেট পরিষেবা এবং বাণিজ্যিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত বিদ্যুৎ ফিরিয়ে আনতে মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা।