
সিলেট নগরীর এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের স্টেডিয়াম মার্কেটের পাশে রিকাবীবাজার পয়েন্ট এখন চা প্রেমী ও ভোজনরসিকদের এক প্রিয় মিলনকেন্দ্রে পরিণত হয়েছে। দুপুর থেকে গভীর রাত পর্যন্ত এখানে চলে
শুধু রিকাবীবাজার পয়েন্ট নয়, স্টেডিয়াম মার্কেটের পূর্ব পাশ পর্যন্ত গড়ে উঠেছে হরেক রকম খাবারের দোকান। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন মুখরোচক খাবারের স্বাদ নিতে এখানে ভিড় জমান।
খাবারের বৈচিত্র্য ও চায়ের সমাহার
এসব এলাকায় নানান পদের মুখরোচক খাবারের পাশাপাশি পাওয়া যায় চটপটি, ফুচকা, মোমো, ফাস্ট ফুডসহ বিভিন্ন ধরনের চা। প্রতিটি চায়ের দোকানে ১৫-২০ রকমের চা পাওয়া যায়, যার দাম শুরু হয় মাত্র ১৫ টাকা থেকে এবং ৫০ টাকা পর্যন্ত হয়। ফলে চা প্রেমীরা নিজেদের পছন্দমতো চা উপভোগ করতে পারেন।

এই এলাকাটি যেমন মুখরোচক খাবারের জন্য পরিচিত, তেমনি অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে। তবে রাস্তার ওপর এসব দোকানপাট বসিয়ে ব্যবসা করার কারণে প্রায়শই যানজট দেখা যায়।
রিকাবীবাজার পয়েন্ট সিলেটের চা সংস্কৃতি এবং স্ট্রিট ফুডের এক অনন্য উদাহরণ হয়ে উঠেছে, যা প্রতিদিন হাজারো মানুষের আনাগোনায় মুখরিত থাকে।