
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাহেববাড়ি গেট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এ সময় ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও গ্রামের রাকিবুল ইসলাম (আবু সিদ্দিকের ছেলে) এবং জনপট্টি গ্রামের পলাশ মিয়াকে (মাহির উদ্দিনের ছেলে) অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে মাধবপুর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানিয়েছেন, অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।