
নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবী সমিতির ১৯তম কংগ্রেসে যোগ দিতে যাচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির (Democratic Lawyers Association of Bangladesh-(DLAB) ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং DLAB-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী এই দলের নেতৃত্ব দেবেন। দলটি আগামীকাল দুপুর সাড়ে ১২টায় নেপালের উদ্দেশে যাত্রা করবে তারা।
কংগ্রেসে বাংলাদেশের অংশগ্রহণ
এই কংগ্রেসে বাংলাদেশ থেকে মোট ১৬ জন আইনজীবী অংশ নিচ্ছেন। এর মধ্যে সিলেট থেকে ৭ জন আইনজীবী অংশ গ্রহণ করবেন। সিলেট শাখা থেকে অ্যাডভোকেট সৈয়দ মনির হেলাল (গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সিলেট শাখার সভাপতি) এবং অ্যাডভোকেট সমর বিজয় সী শেখর (গণতান্ত্রিক আইনজীবী সমিতি নেতা ও সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক)। সুনামগঞ্জ থেকে অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও জেলা সিপিবি’র সভাপতি অ্যাডভোকেট এনাম আহমদ। হবিগঞ্জ শাখা থেকে যাচ্ছেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মুরলী ধর এবং সংগঠনের হবিগঞ্জ শাখার নেতা ও বিশিষ্ট কর আইনজীবী পিনাক রঞ্জন দেবনাথ। এছাড়াও, মৌলভীবাজার শাখা থেকে প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাসুক আহমেদ এবং অ্যাডভোকেট মকবুল হোসেন। DLAB সিলেট শাখার নেতৃবৃন্দ এই তথ্য নিশ্চিত করেছেন।
আন্তর্জাতিক পরিসরে কংগ্রেস
কাঠমান্ডুর কান্তিপথের হোটেল ইয়েলো প্যাগোডায় এই কংগ্রেস অনুষ্ঠিত হবে। বিশ্বের প্রায় ৪০টি দেশের আইনজীবীরা এতে অংশ নেবেন এবং নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা কংগ্রেসের উদ্বোধন করবেন।
প্রতিপাদ্য ও প্রত্যাশা
এবারের কংগ্রেসের মূল প্রতিপাদ্য হলো—‘ফ্যাসিবাদ, গণহত্যা, সামরিকীকরণ এবং আগ্রাসন যুদ্ধের বিরুদ্ধে জনগণের অধিকার, শান্তি এবং আন্তর্জাতিক আইন রক্ষায় গণতান্ত্রিক আইনজীবীদের ভূমিকা।’ আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবী সমিতি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি বেসরকারি সংস্থা।
কংগ্রেস শেষে আগামী ২৩ জুলাই বাংলাদেশের আইনজীবীদের দেশে ফেরার কথা রয়েছে।