
চা দিতে দেরি হবে বলায় বাকবিতণ্ডার জেরে সিলেটে রুমন আহমদ (২২) নামের এক হোটেল কর্মচারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার দুপুরে নগরীর কাজির বাজার এলাকার একটি হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে এক যুবক চা পানের জন্য কাজির বাজারের পাশের ওই হোটেলে প্রবেশ করেন। চা দিতে দেরি হবে বলায় হোটেল কর্মচারী রুমনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে হোটেল মালিক ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
তবে কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে পুনরায় হোটেলে আসে এবং রুমন আহমদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হোটেলের অন্য কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত রুমনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. জিয়াউল হক জানান, “চা দিতে একটু দেরি হবে” বলা নিয়ে বিতর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। রুমন আহমদের হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।