
হবিগঞ্জ জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ১৯ জুন বৃহস্পতিবার মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপার এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে সভা দুটি অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় জেলা পুলিশ লাইনস্থ ড্রিল সেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিভিন্ন পদবির পুলিশ সদস্যগণ তাঁদের সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে তাঁদের কথা শোনেন এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে তাঁদের দাবির প্রেক্ষিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ে মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার এন এম সাজেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সার্কেল অফিসারগণ, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত)গণ, গুরুত্বপূর্ণ মামলার তদন্তকারী কর্মকর্তাগণসহ জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।