
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে হবিগঞ্জের লাখাই উপজেলায় এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দোয়ারী জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন, ২০২৫) বিকেলে উপজেলার বুল্লা বাজার সংলগ্ন বুল্লার হাওড়ে পরিচালিত এই অভিযানে আইন অমান্যকারী ৭ ব্যক্তিকে আর্থিক জরিমানাও করা হয়।
“মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন মেনে চলুন, মৎস্য সম্পদ রক্ষা করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচালিত হয় এই অভিযান। অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার, লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ, উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক চন্দ্র শর্মা, ক্ষেত্র সহকারী রফিকুল ইসলাম, এস আই মুন্না, এবং আনসার কমান্ডার সিরাজুল ইসলাম।
অভিযানকালে বুল্লার হাওড় থেকে মোট ২০ পিস চায়না দোয়ারী জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ জন ব্যক্তিকে ১ হাজার টাকা করে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুর রহমান মজুমদার জানান, অবৈধ চায়না দোয়ারী জালের ব্যবহার মৎস্য সম্পদের জন্য একটি মারাত্মক হুমকি। তিনি আরও উল্লেখ করেন যে, এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে এবং মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর। যাদের জরিমানা করা হয়েছে, মৎস্য প্রজননের সময় মাছ না ধরার জন্য তাদের নোটিশও করা হবে।
তিনি জানান, বুল্লার হাওড়ে পরিচালিত এই মোবাইল কোর্ট ও মৎস্য সংরক্ষণ আইনে অভিযানে উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার বাহিনী অংশগ্রহণ করে।