
সিলেটের জৈন্তাপুরে একটি পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৭ই সেপ্টেম্বর), জৈন্তাপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট-তামাবিল মহাসড়কের চুনাহাটি জামে মসজিদের সামনে অভিযান চালায়। বিকেল ৫টার দিকে একটি পাথর বোঝাই ট্রাককে (ঢাকা মেট্রো -ট – ১৬-৭৮৯৮) থামানোর সংকেত দিলে ট্রাক থেকে একজন পালিয়ে যায়। তবে, পুলিশ তাৎক্ষণিকভাবে রমজান আলি (২৬) নামের এক ব্যক্তিকে আটক করে।
রমজান আলি গোয়াইনঘাটের জাফলং এলাকার শান্তিনগর ছৈলাখেল গ্রামের মৃত মনু মিয়ার ছেলে।
পরে, পুলিশ ট্রাকটি থানায় নিয়ে আসে এবং পাথর সরালে দেখতে পায় যে পাথরের নিচে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা হয়েছে ২৪টি প্লাস্টিকের বস্তা।
বস্তাগুলো থেকে মোট ৩ লক্ষ ৩৩ হাজার পিস আইবল ক্যান্ডি চকলেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৩২ হাজার টাকা।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে আজ বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হবে।