
সিলেট গোয়াইনঘাট উপজেলার তামাবিল সোনাটিলা এলাকায় এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়রা রাস্তার পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়।
তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তারা লাশটি সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করছেন।
পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একইসাথে এটি হত্যাকাণ্ড কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।