
হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর গ্রামে সরকারি রাস্তা ও মসজিদের টিউবওয়েল জোরপূর্বক দখল করে রেখেছেন প্রভাবশালীরা। এতে করে সাধারণ মানুষ ও মুসল্লিদের চলাচলে এবং পানি ব্যবহারে ভোগান্তি হচ্ছে। এই বিষয়ে গ্রামবাসীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম জানু মিয়ার নেতৃত্বে একটি প্রভাবশালী মহল গ্রামের সরকারি রাস্তাটি দখল করে রেখেছে। ফলে গ্রামবাসীদের চলাচল, বিশেষ করে গরু-বাছুর নিয়ে যাতায়াতে প্রায়শই বাধা দেওয়া হয়।
এছাড়া, কাশিমপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত টিউবওয়েলটির পানিও জানু মিয়া নিজের বাড়িতে নিয়ে গেছেন বলে অভিযোগে জানাগেছে।
মুসল্লিরা এর প্রতিবাদ করলে তিনি হুমকি ও দুর্ব্যবহার করেন। তার আত্মীয়-স্বজনও এই কাজে সহযোগিতা করে এবং যারা প্রতিবাদ করে তাদের ওপর হামলা ও ষড়যন্ত্রের হুমকি দেয়া হয়।
ভুক্তভোগী গ্রামবাসী জানিয়েছেন, এর আগেও একবার সরকারি উদ্যোগে রাস্তাটি দখলমুক্ত করা হয়েছিল। অভিযোগপত্রে ৪২ জন গ্রামবাসী স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে একজন, আসাদুল মিয়া, জানান যে এই রাস্তা ও টিউবওয়েলের সমস্যার কারণে গ্রামবাসী দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে রাস্তাটি উদ্ধার করবে এবং মসজিদের টিউবওয়েলের মোটর বন্ধ করে দেবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।