
দিরাই (সুনামগঞ্জ) সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সংস্কারের নামে সময়ক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিন, নাহলে আপনাদেরও (সরকার) হাসিনার মতো পালাতে হবে।’ তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে জনগণের ভোটের অধিকার ছিল না। এই অধিকারের জন্য ছাত্র-জনতা জীবন দিয়েছে।
বুধবার (২৭ মে) দিরাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দিরাই থানা পয়েন্টে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান
নাছির চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘তারেক জিয়ার ৩১ দফা’ বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দিরাই-শাল্লার জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে এই আসনটি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চান।

সাবেক এই সাংসদ তার বক্তব্যে দিরাই-শাল্লার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘বিগত দিনে ইচ্ছা ও আন্তরিকতা থাকা সত্ত্বেও যারা আমাকে ভোট দিতে পারেননি, আশা করি এবার তারাও আমার পাশে থাকবেন।’ তিনি আরও বলেন, দিরাই-শাল্লার মানুষ তাকে অনেক ভালোবাসেন, এবং তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে না পারলেও জীবনের শেষ দিন পর্যন্ত তাদের জন্য কাজ করে যাবেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশটি পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এমআর মিজান।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, শাল্লা বিএনপি নেতা আব্দুল আওয়াল, বিএনপি নেতা আব্দাই মিয়া, ফারুক সরদার, সাব্বির আহমেদ, সালাউদ্দিন, সাইফুল ইসলাম, সজিব রশিদ চৌধুরী, ছাত্রদল নেতা শাহ আলম, মেহেদী হাসান চৌধুরী, নুর আহমদ, নাছির চৌধুরীর কন্যা নাজিয়া চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা দিরাই-শাল্লা আসনে ধানের শীষ প্রতীকে নাছির চৌধুরীকে প্রার্থী করার জন্য জোর আহ্বান জানান।