
ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ১১-১৪৮০) ও মোটরসাইকেলের (চট্ট মেট্রো ল- ২১-৯৬৭৮) মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন।
আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে দুজন আরোহী একটি মোটরসাইকেলে করে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে এবং এর দুই আরোহী গুরুতর আহত হন। সংঘর্ষে প্রাইভেট কারটির সামনের অংশও দুমড়েমুচড়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।