
বানিয়াচংয়ের শরীফখানী মহল্লার নতুন ছান্দ সর্দার নির্বাচিত হয়েছেন বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোঃ আফতাব আলীর সভাপতিত্বে এবং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন-এর পরিচালনায় ছান্দের পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে মুজিবুল হোসেন মারুফকে ছান্দের সর্দার হিসেবে মনোনীত করা হয়। এর আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুজুর রহমান মামুন ছান্দের কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আইয়ুব আলী, মানিক মেম্বার, সিরাজুল ইসলাম মেম্বার, আজিজুর রহমান, ইশতিয়াক হোসেন লেমন, ইকবাল হোসাইন নিপ্পন, হাফেজ কিম্মত আলী, হাফেজ জহির উদ্দিন সোহেল, ফিরোজ মিয়া, আহমেদুর রহমান শেলু, আবুল কালাম, এবং চান মিয়া-সহ ছান্দের অন্যান্য সদস্যরা।