
গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল গ্রামের একটি হিন্দু পরিবারের পাঁচ সদস্য স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পর তারা এখন নতুন ইসলামিক নাম ধারণ করেছেন।
পরিবারটির মা ও চার ছেলে সরকারি আইন মেনে এবং নোটারি ও এফিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়েছেন। ছৈলাখেল কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা বশির বিন আব্দুল আজিজ তাদের এই কাজে সহযোগিতা করেন।
নতুন নামগুলো হলো: মা হ্যাপী রানী সরকার, এখন তাসলিমা আক্তার, ছোট ছেলে অনিক সরকার, এখন আব্দুর রহিম, মেজো ছেলে হৃদয় সরকার, এখন আব্দুর রহমান, সেজো ছেলে অন্তর সরকার, এখন আব্দুল আজিজ বড় ছেলে সৈকত সরকার, এখন আব্দুল্লাহ।
পরিবারটি জানায়, তারা ইসলামের প্রতি ভালোবাসা ও ভালো লাগা থেকে এই ধর্ম গ্রহণ করেছেন এবং এক্ষেত্রে কারও কোনো প্ররোচনা ছিল না। তারা সবার কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।