
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বানিয়াচং উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করা হয়।
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা বানিয়াচং শহীদ মিনারে এসে জড়ো হতে শুরু করেন। এরপর সকাল ১১টায় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শেখ আমজাল হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাহির হোসেনের সঞ্চালনায় একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি বড় বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। তারা ভেবেছিল এভাবেই তারা ক্ষমতায় থেকে যাবে। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি।” তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং দেশনায়ক তারেক রহমানের প্রতিটি নির্দেশনা মেনে চলার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মখলিছুর রহমান আবু, প্রবীণ বিএনপি নেতা মোতাব্বির হোসেন, প্রচার সম্পাদক ওয়াহিদুল মুরাদ, আকাদ্দস তালুকদার এবং ছাত্রনেতা শরীফ ঠাকুরসহ আরও অনেকে।