
জৈন্তাপুরে অবৈধ ভারতীয় মদ বহন কালে দুই যুবককে আটক করেছে তামাবিল হাইওয়ে থানা পুলিশ।
সোমবার (২রা সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কে একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. জাবেদ মিয়া (২০) ও শরীফ মিয়া (২০)। তারা দুজনেই জৈন্তাপুর উপজেলার চাঙ্গিল মুক্তাপুর এলাকার বাসিন্দা।
তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সিলেটগামী একটি লোকাল বাসে অভিযান চালায়। এ সময় আটককৃতদের কাছে থাকা একটি কালো ব্যাগে তল্লাশি চালিয়ে ৮ বোতল ভারতীয় হুইস্কি পাওয়া যায়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত মদ মামলার আলামত হিসেবে রাখা হয়েছে।