
সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাধানগর ক্রিকেট ক্লাবের তরুণ সদস্য হৃদয় (১৮) নিহত হয়েছেন।
এ ঘটনায় তার বন্ধু সাব্বির আহমেদ (১৯) গুরুতর আহত হয়েছেন এবং তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে রাধানগর মাঠে ক্রিকেট খেলা শেষে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন হৃদয় ও সাব্বির। পথে গোয়াইনঘাট-রাধানগর রোডে একটি দ্রুতগামী দুর্গা গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হৃদয় মারা যান।
হৃদয় অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের একজন তরুণ ছিলেন। পড়াশোনার জন্য তিনি তার বোনের বাড়িতে থাকতেন।
তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।