
সিলেট জোনাল সেটেলমেন্ট অফিসের ২৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ রবিবার দুপুরে বিভাগীয় বহুতল ভবনের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোনাল সেটেলমেন্ট অফিসার (ভারপ্রাপ্ত) সোনিয়া সুলতানা।
তিনি বিদায়ী কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের অবদানের কথা স্মরণ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য দেন।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে জোনাল সেটেলমেন্ট অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তারা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং কর্মজীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন।
পুরো আয়োজনটি ছিল আন্তরিকতাপূর্ণ এবং আবেগঘন।