
গত ২৫শে আগস্ট রাতে চট্টগ্রামের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নোয়াপাড়া মহল্লার বাসিন্দা শাহাঙ্গীর মিয়া (২৮), তার স্ত্রী নাজিরা বেগম (২৫) এবং আড়াই বছরের শিশু পুত্র গুরুতর আহত হন। তাদের দীর্ঘ পাঁচ-ছয় বছরের চট্টগ্রাম জীবন এই ভয়াবহ দুর্ঘটনায় এক নিমেষে দুঃস্বপ্নে পরিণত হয়।
স্থানীয়দের সহায়তায় তাদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়, কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে দ্রুত ঢাকা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
আহত শাহাঙ্গীরকে হাসপাতালের পঞ্চম তলায় এবং তার স্ত্রী ও সন্তানকে দ্বিতীয় তলায় ভর্তি করা হয়।
দীর্ঘ এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ৩০শে আগস্ট নাজিরা বেগম মারা যান। তার মৃত্যুতে স্বামী ও ছোট্ট সন্তানের যন্ত্রণার ভার আরও বেড়ে যায়। বর্তমানে তারা দুজনেই ঢাকা বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
নাজিরা বেগমের মরদেহ তার নানার বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই কঠিন সময়ে অনেকেই এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। মানবতা এবং সংহতির এই দৃষ্টান্ত সত্যিই প্রশংসার দাবিদার।
যদি আপনিও এই বিপন্ন পরিবারকে সাহায্য করতে চান, তাহলে শাহাঙ্গীর মিয়ার ভাইয়ের সাথে এই নম্বরে যোগাযোগ করতে পারেন: ০১৭১৮-৪০২৫৪৮।