
সিলেটের জৈন্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব পশু জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (২৯ আগস্ট) ভোরে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি বিওপির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় তারা ৮টি ভারতীয় গরু জব্দ করে, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা।
একই দিনে, জৈন্তাপুর ও লালাখাল বিওপির পৃথক দুটি দলও অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু এবং একটি মহিষ জব্দ করে। এসব পশুর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৯০ হাজার টাকা।
জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে এসব পশু জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।