
নবীগঞ্জের কাজীর বাজার থেকে মার্কুলী পর্যন্ত জরাজীর্ণ সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ সকালে প্রায় ৫০ গ্রামের শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ দিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এর অবস্থা অত্যন্ত করুণ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী রোগী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আন্দোলনকারীরা জানান, এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া কিংবা শিক্ষার্থীদের বিদ্যালয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। অবিলম্বে সড়কটি সংস্কার করে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান তারা।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।