
টাংগাইল জেলার মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক বাবুল রানা আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫:৩০ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর।
পরিবার সূত্রে জানা যায়, স্ট্রোকজনিত কারণে অসুস্থ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাবুল রানা মধুপুরের সাংবাদিকতায় এক পরিচিত মুখ ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অকাল মৃত্যুতে মধুপুরের সাংবাদিক মহল এবং স্থানীয় মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে মধুপুর উপজেলা প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছে। সাংবাদিক মহল এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
আমরা অনলাইন সিলেট পরিবার ও সাংবাদিক বাবুল রানার অকাল প্রয়াণে গভীর ভাবে শোকাহত।