
জলপাইগুড়িতে অনুষ্ঠিত হলো উইংস আর্টিস্টস গ্রুপের ‘রঙিন ডানা’ আন্তর্জাতিক আর্ট ম্যাগাজিনের তৃতীয় সংস্করণের প্রকাশনা উৎসব। এই মনোজ্ঞ সন্ধ্যায় শহরের বিশিষ্টজনদের উপস্থিতিতে ম্যাগাজিনটির শুভ উদ্বোধন ও প্রচ্ছদ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সুজিত কুমার বর্মন, শ্রী সব্যসাচী দত্ত, শ্রী অলোক সুধীর সরকার, শ্রী সিদ্ধার্থ শেখর চক্রবর্তী এবং সুপর্ণা সরকার। তাদের হাত ধরেই আলোর মুখ দেখে এই আন্তর্জাতিক ম্যাগাজিন।
এই সংস্করণে ভারত ছাড়াও মরিশাস, রোমানিয়া, নাইজেরিয়া এবং নেপালের শিল্পীরা তাদের সৃষ্টি তুলে ধরেছেন। বহির্বিশ্বের শিল্পীদের অংশগ্রহণে এই ম্যাগাজিনটি সত্যিই এক আন্তর্জাতিক রূপ লাভ করেছে।
ম্যাগাজিন প্রকাশনার পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রী সুজিত কুমার বর্মন-সহ অন্যান্য বিশিষ্টজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

সুজিত কুমার বর্মন একজন প্রতিভাবান অভিনেতা, যিনি বাংলার মূকাভিনয় জগতে নিজের এক বিশেষ স্থান তৈরি করেছেন। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনে তিনি মূকাভিনয় নিয়ে গবেষণা করেছেন।
সম্প্রতি হইচই-এর ওয়েব সিরিজ ‘ডাইনি’-তে মিমি চক্রবর্তী-র সঙ্গে বাদশা চরিত্রে তার অভিনয় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও, ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এ অভিনেতা জিৎ-এর সঙ্গে তার অসাধারণ অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছে।