
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক মাদ্রাসা ছাত্র তার আরেক সহপাঠীর হাতে খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ১২ বছর বয়সী ছাত্রকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম আশরাফুল ইসলাম রাফি (৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত ছাত্র, রবিন (১২), মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে।
ঘটনাটি মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়ার ইটাখোলা আলহাজ্ব ইয়াসমিন ফয়সাল হাফিজিয়া মাদ্রাসায় ঘটে। স্থানীয়রা জানান, রবিন তার সহপাঠী রাফিকে ছুরিকাঘাত করে হত্যা করে।
খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটকের পর রবিনই পুলিশের কাছে রাফির লাশের অবস্থান জানায়। রবিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাফির মরদেহ উদ্ধার করে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্লাহ জানান, রবিন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। নিহত রাফির লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।