
হবিগঞ্জে সেনাবাহিনীর একটি অভিযানে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক আব্দুল হাদী (৪৫) আটক হয়েছেন।
রবিবার (২৪ আগস্ট) বিকাল ৩টার দিকে শহরের বেবী স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল হাদী হবিগঞ্জ সদর থানার একটি মামলার (মামলা নং ১২/১৮১) পলাতক আসামি ছিলেন।
তিনি বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের আফরোজ মিয়ার ছেলে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।