
হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবাসহ একজন যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে, যা নিয়ে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক আলোচনা চলছে। দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাউক বাজার ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে লাখাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব মিয়া এবং তার সহযোগী তাজুল মিয়াকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল আটক করে।
লাখাই থানা সূত্র জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত হাবিব মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাসিন্দা এবং তাজুল মিয়া ভাদিকারা চানপাড়ার বাসিন্দা।
লাখাই থানার এএসআই শুভ বণিক জানান, “পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে সন্দেহভাজন হাবিব মিয়া ও তাজুল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ১৫১ ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
হাবিব মিয়ার গ্রেপ্তারের পর থেকেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন, যারা দলের পদে থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে দলের সুনাম নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।