
সিলেট: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সিলেট জেলা কমিটি সম্প্রতি অনুমোদন পেয়েছে। “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে বাঁচতে দাও শান্তিতে”—এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ও জাতিসংঘ ঘোষিত এই সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক রকিব আল মাহমুদের স্বাক্ষরিত পত্রে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) কমিটি অনুমোদন দেওয়া হয়।
এই নতুন কমিটিতে এড. সাইফুর রহমান খন্দকার রানাকে সভাপতি এবং আব্দুর রহিমকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, মোঃ পারভেজ আহমদ সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। মোট ৩৮ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী ৩০ জুন ২০২৬ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি দুলু মিয়া, সহ-সভাপতি এড. তাহেদ হোসেন চৌধুরী, এড. ইমরান আহমদ, এড. মোজাম্মীল আলী, এড. শাহেদ ইকবাল সোহাগ, মোঃ লুৎফুর রহমান, মোঃ সামছুজ্জামান, শেখ হারুন রশীদ, মোঃ রাসেল উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদ নাজিম উদ্দিন, জয়নাল হক, মোঃ হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এড. দিদার আহমদ, মোঃ পারভেজ আহমদ, পারভেজ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মারজান খান, দপ্তর সম্পাদক, সাজু মিয়া, অর্থ সম্পাদক, মোঃ আলিম উল্লাহ, প্রচার সম্পাদক, মোঃ ইউসুফুর রহমান, সহ-প্রচার সম্পাদক মুরাদ হাসান, মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ কাওসার, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক লতিবুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুনারা আক্তার সুনিয়া, সমাজসেবা বিষয়ক সম্পাদক আনিসুল ইসলাম (সালমান), ক্রীড়া সম্পাদক মোঃ আব্দুল মতিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সাদেকুর রহমান মিঠু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল আহমেদ, সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ আব্দুল জব্বার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আঃ আজিজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুল বাহার, সিনিয়র কার্যনির্বাহী সদস্য জেবরুল ইসলাম, মারুফ আহমদ, কার্যনির্বাহী সদস্য মোঃ শাব্বির আহমদ, মোঃ আনোয়ারুল হক মেহেদী।
এই নতুন কমিটি মানবাধিকার প্রতিষ্ঠা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করবে বলে আশা করা যায়।

আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন সিলেট জেলা কমিটিতে অনলাইন সিলেট ডটকমের গোয়াইনঘাট উপজেলা প্রতিনিধি “ইকবাল আহমেদ বন ও পরিবেশ বিষয়ক ” নির্বাচিত হওয়ায় অনলাইন সিলেট পরিবার পক্ষ থেকে অভিনন্দন।