
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৯ শহীদ পরিবারের সদস্য, আহত সদস্য, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলার সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২৩ আগস্ট) স্থানীয় বড়বাজার জননী কমিউনিটি সেন্টারে দুপুর ১ টায় জেলা এনসিপির প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের সভাপতিত্বে ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি ও এনসিপির সমর্থক জীবন আহমেদ লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আবু হেনা মোস্তফা কামাল, অ্যাডভোকেট ফরুদ্দিন আহমদ জাকি, সাইফুর রহমান, শেখ আব্দুল্লা রায়হান, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সেক্রেটারী ও গ্যাজেটভূক্ত আহত জুলাই যোদ্ধা শেখ সফিকুল ইসলাম সফিক, এনসিপি সমর্থক মৌলভী ক্বারী মততিউর রহমান, আব্দুল হাই খান প্রমুখ।

উপস্থিত ছিলেন, জেলা এনসিপির সদস্য শাকিল আহমদ, ছামির আহমেদ রহমত, জুলাই আন্দোলনে শহীদ আনাসের ভাই রাসেল আহমদ, শহীদ তোফাজ্জুলের পিতা আব্দুর রউফ,
শহীদ আশরাফুলের পিতা আব্দু নুর, শহীদ ছাদিকুরের স্ত্রী, শহীদ আকিনুরের স্ত্রী, শহীদ সুহেল আখঞ্জির স্ত্রী মৌসুমী, বানিয়াচং এনসিপির সমর্থক সাংবাদিক শামীম আহমদ চৌধুরী, জাকির হোসেন মহসিন, নুর উদ্দিন.আবিদ মিয়া, সেলিম মিয়া, সুজন মিয়া, মজিদ উল্লা লাভলী আক্তার, পারভীন আক্তার, শেফা আক্তার,শেখ আক্কাছ আলী।
নাহিদ উদ্দিন তারেক বলেন, নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ নির্বাচন না হলে গণ-অভূত্থানের মুল লক্ষ বৈষ্যম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্বভব হবে না, কাজেই সবার আগে গণ-পরিষদ নির্বাচন দিতে হবে, অন্যতায় আরও জোরালো আন্দোলন করা হবে। তিনি আরও বলেন বানিয়াচংয়ে মতবিনিময় চলমান থাকবে, সকল শ্রেণীর পেশার মানুষের সাথে বতবিনিময় করে বানিয়াচংয়ে একটি এসনসিপির শক্তিশালী কমিটি উপহার দেওয়া হবে।