
বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় অস্থায়ী কার্যালয়ে জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক এর পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
স্বাগত বক্তব্যে জেলা সভাপতি বলেন, যে কোনো দূর্যোগে মউশিক এর শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আলেম, আমাদের উপর অনেক দায়িত্ব অর্পণ আছে। সেটা পালনের মধ্যে দিয়ে ধৈর্য সহকারে সামনে এগিয়ে যেতে হবে। এ ক্ষেত্রে স্বীয় দায়িত্বের প্রতি সবাই খেয়াল রাখতে হবে।
সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক বলেন, সারাদেশে প্রায় ৭৭ হাজার শিক্ষক একযোগে কাজ করছেন। আমাদের একটাই লক্ষ্য প্রজন্মকে পবিত্র কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া। এতে করে যে কোনো ষড়যন্ত্র আসলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি ফায়যুল কারীম, সহ-সভাপতি মাওলানা আবু নাসের খান, মাওলানা ফিরোজ আহমদ ও মাওলানা আঃ সালাম জালালাবাদী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমেদ মানিক, অর্থ সম্পাদক মাওলানা আঃ রহমান,
প্রচার সম্পাদক মাওলানা সৈয়দ আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা ফাহিম আহমদ,
মাওলানা নূরুল ইসলাম, শাহীন মোল্লা, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা মোশাররফ হোসেন,
মাওলানা আব্দুল কাদির, হাফেজ সাইদুর রহমান খান, মাওলানা মহিবুর রহমান, হাফেজ শিব্বির আহমদ আরজু, মাওলানা ইয়াসিনুল হক, মাওলানা শামসুল আলম
মাওলানা মহিবুল্লাহ, মাওলানা মিজানুর রহমান , মাওলানা তারিফ বিন শামস, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মানসুর আহমদ,
মাওলানা দিদার আলী, মাওলানা যুবায়ের আহমদ
মাওলানা এনামুল হক, মাওলানা মোস্তাক আহমেদ
মাওলানা খালেদ আহমদ প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
পরে সবাইকে শপথ বাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী।