
ভালোবাসা যতো আলগা করে তাকে রাখবে সে থাকবে, শক্ত হাতে ধরতে গেলেই পালাবে। জীবনে তাই সম্পর্ক কে পালকের মতো হালকা করে রেখো তাকে কখন শিকল দিয়ে বাধঁতে চেয়োনা।
মনের ভালো মন্দ কে নিয়ে চলতে হবে, সঠিক গ্রহণ ও ত্যাগ করতে হবে।
শু-নন্দিনী আড্ডা। ভীষণ সুন্দর কথোপকথন নিজেকে বা নিজেদের কে সস্তা করে তোলার যুগে দাঁড়িয়ে এক অন্যরকম অনুষ্ঠান দেখলাম আমরা সবাই। সবার দাবী সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখতে চাই বার বার,যা কোনো অর্থ বহন করবে, শুধুমাত্র ব্রেকফাস্ট আর লাঞ্চ বানানোর ভিডিওতেই আটতে থাকবে না এই আড্ডায়।
আজকাল আমরা শুধু সামাজিক মাধ্যমে রান্না অনুষ্ঠানে রিয়েলিটি শো এগুলো শুধু বানিজ্যিক অনুষ্ঠান দেখে আসছে মানুষ।
এবার ব্যতিক্ষমী একটি অনুষ্ঠানে আয়োজন করেছেন সাংবাদিক ও সাংস্কৃতিক প্রেমি শুক্তি মুন্সী এবং বহু গুনের অধিকারী সাংস্কৃতিক পরিমন্ডলে শিল্পী কর্মী রাই নন্দিনী কোনার।
এই দুই গুনী শিল্পী মিলে-নন্দিনী আড্ডা। যে অনুষ্ঠানের আয়োজন করেছেন নিসন্দেহে প্রশংসনীয়।
তাদের এই প্রশংসনীয় কাজের অগ্রগতি হউক।