
বানিয়াচংয়ে পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন। আজ শুক্রবার (২২শে আগস্ট) দিনব্যাপী এই অভিযানে বানিয়াচংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এই জনসচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন সিলেটের স্কলার্সহোম কলেজের সিনিয়র প্রভাষক শাহাব আল দীন। তার নেতৃত্বে বিডিক্লিনের একদল নিবেদিত কর্মী বানিয়াচংয়ের পরিবেশকে আরও সুন্দর ও পরিচ্ছন্ন করতে কাজ করেন।
বিডিক্লিন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পরিবেশ পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বানিয়াচংয়ের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা প্রশংসিত হয়েছে।