
২০২৪ সালের জুলাই মাসে সংগঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হবিগঞ্জ জেলায় শহীদ হওয়া ১৫ জন বীর সন্তানের কবর পাকা করার কাজ শুরু হয়েছে।
১৯শে আগস্ট বানিয়াচং উপজেলার শহীদ আনাসের কবর থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক ভাবে পাকা করণের কাজ শুরু করল জেলা পরিষদ।
দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের দাবিতে জীবন উৎসর্গকারী এই শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
প্রকল্পের তদারকির দায়িত্বে রয়েছেন জেলা পরিষদের সার্ভেয়ার মোহাম্মদ ইকবাল হোসেন এবং ‘সুশাসনের জন্য নাগরিক’ (সুজন), বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি দেওয়ান শুয়েব রাজা। এ সময় শহীদ আনাসের বড় ভাই মোহাম্মদ রাসেল মিয়া, ঠিকাদার হাসান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঠিকাদার মোহাম্মদ হাসান জানান, আগামী এক সপ্তাহের মধ্যেই জেলার বাকি সব শহীদদের কবর পাকা করার কাজ সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, “আমরা দ্রুততার সঙ্গে এবং যথাযথ মর্যাদা বজায় রেখে কাজ করছি।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং বলেন, “দীর্ঘদিন পর হলেও শহীদদের কবর সংরক্ষণের এই উদ্যোগ কে সবাই সাধুবাদ জানিয়েছেন।