
জৈন্তাপুরের রাংপানি নদীতে একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিপুল পরিমাণ পাথর ও বালু উদ্ধার করা হয়েছে।
অভিযানে প্রায় ২০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয় এবং সেগুলো পুনরায় নদীর মধ্যে স্থাপন করা হয়। এছাড়া, উদ্ধারকৃত ২৮ হাজার ঘনফুট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।
এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমা এবং সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। অভিযান সফল করতে তাদের সহযোগিতা করেন বিজিবি ও পুলিশ বাহিনী।