
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৭ জনকে আটক করেছে। মেজর কাজী ফয়সাল আহমেদের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।
মঙ্গলবার, ১৮ আগস্ট রাতে, বানিয়াচং সদরের ৪ নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের যাত্রাপাশা গ্রামে মোঃ মান্নান মিয়ার বাড়িতে জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন, মোঃ আফুজ মিয়া (৫২), পিতা: বদর উদ্দিন, গ্রাম: পশ্চিম বাগ, আজমিরীগঞ্জ মুতাব্বির (৫০), পিতা: আব্দুল শফিক, গ্রাম: পশ্চিম বাগ, শিপপাশা, আজমিরীগঞ্জ আলী হায়দার (৭২), পিতা: মোঃ আলম উল্লাহ, গ্রাম: পশ্চিম বাগ, শিপপাশা নবী উল (৫৩), পিতা: আব্দুল আলী, গ্রাম: যাত্রাপাশা, বানিয়াচং
সুমন মিয়া (৪৫), পিতা: মৃত সংজব আলী, গ্রাম: যাত্রাপাশা, বানিয়াচং মহন মিয়া (৩৫), পিতা: আজগর আলী, গ্রাম: যাত্রাপাশা, বানিয়াচং।
এসময় তাদের কাছ থেকে নগদ ১১,২৭০ টাকা, ৬টি বাটন মোবাইল ফোন, ১টি স্মার্ট মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল এবং ১০ প্যাকেট তাস জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই জিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।