
২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)-এর কর্মকর্তা ও কর্মচারীদের ৬ জন মেধাবী সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩-এর অধীনে এই কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৫) সিলেট এসএমপি’র পুলিশ কমিশনারের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।
পুলিশ কমিশনার মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। তিনি বলেন, ‘তোমাদের এই সাফল্য শুধু তোমাদের পরিবারের জন্য নয়, পুরো পুলিশ পরিবারের জন্যও গর্বের।’ তিনি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগ দিয়ে ভবিষ্যতে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ তারেক আহমেদসহ এসএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীরা।