
বানিয়াচংয়ে রাত্রীকালীন অভিযানে ৯শ গ্রাম গাঁজাসহ হবিব উল্লা(১১৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
রবিবার (১৭ আগস্ট) ওই বৃদ্ধকে থানা পুলিশের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া বৃদ্ধ উপজেলার ১নম্বর ইউনিয়নের ফুলবাগ গ্রামের মৃত তাইজুল্লাহ মিয়ার পুত্র।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন বৃদ্ধ হবিব উল্লা। তার মাদকের ছোঁবলে অনেক যুবক মাদকাসক্ত হয়েছেন। সেই বিষয়টি স্থানীয় এলাকাবাসী বানিয়াচং সেনাক্যাম্পে অবগত করেন। এরই প্রেক্ষিতে রাত্রীকালিন অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এসময় বৃদ্ধের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা,নগদ ৪১৮২২ টাকা,গাঁজা সেবনের ৩টা কলকি,১টি চাকু ও গাঁজা পরিমাপের ১টি পাল্লা উদ্ধার করা হয়। ক্যাপ্টেম সামিউল আযীমের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সেনাবাহিনী।