
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবি এডভোকেট আমিনুল ইসলাম বলেছেন,শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে, আর গত ৫ আগষ্ট পর্যন্ত আমরা আমরা গনতন্ত্র থেকে বঞ্চিত হলাম। এই দেশের মানুষ গনতন্ত্র কি ? গনতন্ত্র কাকে বলে ,গনতন্ত্র থাকলে কি হয় এই গুলো আমরা ভুলি গেছি। একটি দেশে গনতন্ত্র না থাকলে মানুষের অধিকার সুরক্ষা হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের যে দাবি গুলো তুলে ধরেছেন সেই গুলোর মধ্যে গনতন্ত্র অন্যতম।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিষ্ট সরকারের আমলে সবচেয়ে বেশী নির্যাতনের শিকার হয়েছে জাতীয়তাবাদিদল,সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে আমাদের জাতীয়তাবাদি দলের নেতাকর্মীরা।
তিনি শনিবার (১৬ আগষ্ট) বিকেলে বাঘাসুরা ইউনিয়নের সড়ক বাজারে বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।
সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহ আজিজুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রহিম শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান শামিম, প্রচার সম্পাদক নুরুল আমিন, জাতীয়তাবাদি আইনজীবি ফোরাম কেন্দ্রিয় কমিটির সদস্য সাইফুল ইসলাম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শামসুল হক তালুকদার জুয়েল, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা অলিউর রহমান, যুবদল নেতা শেখ শামিম সহ অনেকেই। পড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে দোয়া অনুষ্টিত হয়।