
মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ বানিয়াচং উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ আগস্ট) সকালে অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি মাওলানা সাইদুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ শিব্বির আহমদ আরজু এর পরিচালনায় পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি মাওলানা আবু নাসের খান।
বক্তাগণ বলেন, সারা বাংলাদেশের ইফার শিক্ষকরা হচ্ছেন একটি দেহের ন্যায়। যে কোনো দূর্যোগ বা সমস্যায় ঐক্যবদ্ধভাবে ন্যায্য দাবি আদায়ে সচেষ্ট থাকতে হবে।
এর পাশাপাশি স্বীয় দায়িত্বের প্রতি সচেতন এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে সবার প্রতি আহবান জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপদেষ্টা মাওলানা আফরোজ আল হাবিব ও কাজী মাওলানা বশির আহমদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মাসউদ খান, ডা. মাওলানা মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ,
সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ফাহিম আহমদ, কোষাধ্যক্ষ মাওলানা মোবারক আহমদ, মাওলানা মোশারফ হোসেন, হাফেজ হাফিজুর রহমান, হাফেজ সাবাজুল হাসান, মাস্টার সাইদুর রহমান, মাওলানা আব্দুল আলীম, মাওলানা আব্দুল বারিক,
মাওলানা খালেদ আহমদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা জয়নাল আবেদীন খান, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শামীম আহসান,
হাফেজ মাওলানা আঃ সালাম, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা লুৎফুর রহমান, জমশের আলী, মাওলানা কাউছার আহমদ ও মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।