
সিলেট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-০৯ এর বিশেষ অভিযানে জাফলং থেকে লুট হওয়া প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জৈন্তাপুর আসামপাড়া থেকে উদ্ধার করা হয়েছে।
র্যাব-০৯ এর সূত্র জানায়, সম্প্রতি জাফলং এলাকায় পাথর লুটের একটি ঘটনায় তদন্ত শুরু করে তারা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানের সময় পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া বিপুল পরিমাণ পাথর উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা পাথরের পরিমাণ প্রায় ৭ হাজার ঘনফুট। এসব পাথর জাফলং পাথর কোয়ারি এলাকা থেকে অবৈধভাবে স্থানীয় চক্র আহরণ ও লুট করে জৈন্তাপুর এলাকায় সরিয়ে নিয়ে আসে।
এ ঘটনায়, র্যাব-০৯ তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। র্যাব-০৯ সূত্রে
জানা যায়, উদ্ধার করা পাথর ট্রাকে করে নিয়ে জাফলং নদীতে ফেরত দেয়ার প্রক্রিয়া চলছে।