
বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সিপিব’র বানিয়াচং শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ৪ টায় কমিউনিস্ট পার্টি বানিয়াচং শাখার অস্থায়ী কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ-সম্পাদক কমরেড আজমান আহমেদ।
সম্মেলনের সভাপতিত্ব করেন শাখা কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান মিলন।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বানিয়াচং শাখার নতুন কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আতাউর রহমান মিলন পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন জিতু মিয়া, আবু বক্কর, নির্মল দেব, আব্দুল ওয়াহেদ এবং জাবির আহমেদ।