
সিলেটের ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলন করা প্রায় দেড় লাখ ঘনফুট পাথর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনূর রুবাইয়াৎ-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাগুল পয়েন্টের মহাদিক এলাকার রাজা মিয়ার মালিকানাধীন একটি স্টোন ক্রাশারে অভিযান চালায় প্রশাসন। অভিযানে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, গত চার দিনের অভিযানে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় চার লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী। এর আগে সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদও নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট খুশনূর রুবাইয়াৎ সাংবাদিকদের জানান, অবৈধ পাথর উত্তোলন ও মজুদকারীদের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।